পৌষের বিকাল
কেমন ঠান্ডা আর বিষন্ন যেন,
কেমন ঠান্ডা আর বিষন্ন যেন,
এখানে ওখানে সর্বত্রই
রিক্ততার ছাপ অতি স্পষ্ট ।
রিক্ততার ছাপ অতি স্পষ্ট ।
অপরূপ প্রকৃতির আর সে রূপ নেই,
পরভৃৎ হয়েছে পথভ্রষ্ট ।
পরভৃৎ হয়েছে পথভ্রষ্ট ।
বাতাসে বাতাসে ভেসে বেড়ায়
নিষ্প্রাণ শুষ্ক পাতা ।
নিষ্প্রাণ শুষ্ক পাতা ।
প্রকৃতির অফুরন্ত সজীবতায়
যেন সে হঠাৎ রিক্ততা ।
যেন সে হঠাৎ রিক্ততা ।
পশ্চিমের আকাশে, কুয়াশার আড়ালে
ম্লান সূর্য হাসে ।
ম্লান সূর্য হাসে ।
মুঠো মুঠো ছড়ায়
সোনা রোদ্দুর এ ধরায় ।
সোনা রোদ্দুর এ ধরায় ।
হিমেল হাওয়ায় মন ভেসে যায়
কোন এক অজানায় ।
কোন এক অজানায় ।
image source & credit: web
This Poem was published also on my Bengali blog :
This Post Was Published On My Steemit Blog. Please, navigate to steemit and cast a free upvote to help me if you like my post. First Time heard about Steemit ? Click Here To Know Everything About Steemit
Comments
Post a Comment